তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া ৩২৭ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ওপেনার লিটন দাস ও তিনে নামা শান্ত দুজনেই মারেন গোল্ডেন ডাক।চারে নামা মুশফিকও দ্রুত সাজঘরে ফেরেন।নয় রানে তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের দুজনের জুটিতে আসে ৭৯ রান।
মন্থর গতিতে ৩৫(৬৫) রান তোলা তামিম ইকবাল ফিরে গেলেও সকিব তুলে নেন তার ক্যারিয়ারের পঞ্চাশ তম অর্ধশতক।ব্যক্তিগত ৫৮(৬৯)রান করে সাকিব আউট হওয়ার পর মাহমুদউল্লাহ ও আফিফ মিলে ৩৮ রানের জুটি গড়লেও তাতে কাজের কাজ হয়নি কিছুই।শেষ পর্যন্ত ৪৪তম ওভারে গিয়ে ১৯৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।আর তাতেই ১৩২ রানের বড় জয় নিয়ে একম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।ইংল্যান্ডের পক্ষে সাম কারান একাই চারটি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দলীয় ২৫ রানে শান্তর দুর্দান্ত ক্যাচে তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন পিটার সল্ট। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান এদিন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ১১ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। জেমস ভিন্সকেও দ্রুত বিদায় করেন তাইজুল ইসলাম। ৯৬ রানে তিন উইকেট পড়ার পর ইংল্যান্ডকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জেসন রয় ও জর্জ বাটলার। দুজনে মিলে গড়েন ১০৯ রানের দুটি। সাকিবের বলে আউট হওয়ার আগে আঠারো চার ও এক ছয়ে রয় করেন ১২৪ বলে ১৩২ রান। বাটলারের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৭৬ রান। তবে শেষের দিকে মঈন আলির ৩৫ বলে ৪২ ও সাম কারানের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সাহায্যে ৭ উইকেটে ৩২৬ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ তিনটি ও মেহেদি মিরাজ দুটি উইকেট লাভ করেন।