Homeআন্তর্জাতিকআশা জাগিয়েও পারল না অস্ট্রেলিয়া, সমতায় ইতি ঘটলো অ্যাশেজের।

আশা জাগিয়েও পারল না অস্ট্রেলিয়া, সমতায় ইতি ঘটলো অ্যাশেজের।

- Advertisement -spot_img

চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করতে হতো পাহাড় সমান।অ্যাশেজ নিজেদের করে নিতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ৩৮৪ রান যা টেস্টের শেষ ইনিংসে টপকানো প্রায় অসম্ভব ব্যাপার।তবে সেই লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিলো দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ওসমান খাজা।চতুর্থ দিনে দুজনে ব্যাট করেন প্রায় ৪০ ওভার।তবে পঞ্চম দিনের শুরুতেই আউট হন ওয়ার্নার ৬০(১০৬)।

দলীয় ১৪০ রানে তাকে ফেরান ওকস।ব্যক্তিগত ৭২ রানে ওকসের দ্বিতীয় শিকার হন খাজা।মার্নাশ লাবুশানেও বিদায় নেন দ্রুত। ১৬৯ রানে ৩ উইকেট হরানো অস্ট্রেলিয়া এরপর প্রতিরোধ গড়ে তোলে স্মিথ ও হেডের ব্যাটে।দুজনে গড়েন ৯৫ রানের জুটি। মইন আলীর বলে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন হেড।অর্ধশতক পূরণ করে ওকসের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন স্মিথ ৫৪(৯৪)।

এরপরের ব্যাটাররা আর কেউ সুবিধা করতে না পারলে ৩৩৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। আর তাতেই ম্যাচের পাশাপাশি অ্যাশেজ ও ফসকে যায় অজিদের হাত থেকে।শেষ টেস্টে ৪৯ রানের জয় নিয়ে এবারের অ্যাশেজে প্রথমে ২-০ তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ তে সিরিজ করলো স্টোকসবাহিনী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here