Homeআন্তর্জাতিকবিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের : নেই নাসিম, নতুন চমক হাসান আলী

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের : নেই নাসিম, নতুন চমক হাসান আলী

- Advertisement -spot_img

এশিয়া কাপের সময় ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তান দলের অন্যতম তরুণ পেসার নাসিম শাহ। সেই ইনজুরিই কাল হলো তার জন্য। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তাতে কপাল খুলেছে হাসান আলির। ১৫ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়েছে তার। গত এক বছরের বেশি সময় ধরে পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেননি তিনি।

 

২০১৬ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় হাসান আলীর। সর্বেশেষ গত বছরের জুনে মুলতানে ওয়ানডে সংস্করণে খেলেছেন হাসান। তাকে দলে অন্তুর্ভুক্তির বিষয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, ‘ হাসান সদ্য সমাপ্ত লংকান প্রিমিয়ার লিগে ভালো খেলেছে। সে একজন অভিজ্ঞ বোলার। হ্যাঁ, এটা সত্য সে সম্প্রতি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কিন্তু বড় টুর্নামেন্টে সে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে ভালো খেলেছে।’

নাসিমের ইনজুরির বিষয়ে ইনজামাম বলেন, ‘নাসিম ইনজুরিতে পড়েছে। সে আমাদের মূল বোলার ছিল কিন্তু এটা দুর্ভাগ্যজনক। মোহাম্মদ হাসনাইন এবং ইহসানউল্লাহও ইনজুরিতে। নতুন বলে দক্ষ এমন কাউকে দরকার ছিল আমাদের।’

 

 

এদিকে, এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে গুঞ্জন উঠেছিল বাদ পড়তে পারেন শাদাব খান। তবে ঘোষিত দলে আছেন এই লেগ স্পিনার। তার বদলে যাকে দলে নেওয়ার গুঞ্জন উঠেছিল, সেই আবরার আহমেদকে রাখা হয়েছে স্টান্ডবাইয়ের তালিকায়।

 

বিশ্বকাপে পাকিস্তান দল :

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), এম ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি ও উসামা মীর।

রিজার্ভ খেলোয়াড় :

মোহাম্মদ হারিস, জামান খান, আবরার আহমেদ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here