Homeআন্তর্জাতিকএক সেঞ্চুরিতে রোহিতের যত রেকর্ড

এক সেঞ্চুরিতে রোহিতের যত রেকর্ড

- Advertisement -spot_img

আফগানিস্তানের বিপক্ষে ২৭৩ লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন রোহিত শর্মা। অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নেমে আরেক ওপেনার ইশান কিশানকে প্রায় দর্শক বানিয়ে রেখেছিলেন রোহিত।

 

আফগানদের বিপক্ষে ৩০ বলে অর্ধশতক পূরণের পর ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতের অধিনায়ক। এই ইনিংস খেলার পথে ৫টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার নামের পাশে ছিল ৫৫১টি ছক্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৭ ছক্কার মালিক এখন রোহিত।

 

বিশ্বকাপের আসরে এটি রোহিতের ৭ নম্বর সেঞ্চুরি। আর কোনো ক্রিকেটারের বিশ্বকাপে এতো সেঞ্চুরি নেই । ৬টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার উপরে ছিলেন শচিন। ৫ টি করে সেঞ্চুরি আছে পন্টিং ও কুমারা সাঙ্গাকারার। এবার সবাইকে পেছনে ফেলে দিলেন রোহিত।

 

এ ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতেও সর্বোচ্চ সেঞ্চুরির হিসেবে তিনে উঠে এসেছেন রোহিত। তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। আর ৪৭টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে বিরাট কোহলি। ৩০ টি সেঞ্চুরি করে এতদিন ৩ নম্বরে ছিলেন পন্টিং। তাকে এবার চারে নামালেন রোহিত।

 

পাশাপাশি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির হিসেবে রোহিতের ইনিংসটি রয়েছে ৬ নম্বরে। ৪৯ বলে সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে রয়েছে এইডেন মার্করাম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here