Homeআন্তর্জাতিকবসনিয়ার জালে পর্তুগালের পাঁচ : জোড়া গোল রোনালদোর

বসনিয়ার জালে পর্তুগালের পাঁচ : জোড়া গোল রোনালদোর

- Advertisement -spot_img

ইউরো বাছাইপর্বে বসনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এদিন বসনিয়ার মাঠ বিলিনো পোলজে স্টেডিয়ামে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল পেয়েছেন ফার্নান্দেজ, কানসালো ও ফেলিক্স।

 

সোমবার রাতে ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি পায় পর্তুগিজরা। সফল স্পট কিকে লিড এনে দেন রোনালদো।

 

 

এরপর ম্যাচের ২০তম মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আল-নাসর ফরোয়ার্ড। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা ১২৭-এ দাঁড়াল। বাছাইয়ে ৭ ম্যাচে পর্তুগিজ অধিনায়কের গোল এখন ৯টি।

 

তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের ৩২তম মিনিটে পর্তুগিজদের ব্যবধান ৪-০ তে নিয়ে যান জোয়াও কানসেলো। এরপর বিরতির ঠিক আগমুহূর্তে পর্তুগালকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স।

 

এর আগেই ইউরো ২০২৪-এর মূল পর্বের ঠিক নিশ্চিত করেছিল ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা আট ম্যাচে জিতল রোনালদোরা। এই আট ম্যাচে ৩২ গোল দেওয়ার বিপরীতে মাত্র দুটি গোল হজম করেছে তারা।

 

এদিকে বাছাইয়ের অপর ম্যাচে গ্রিসকে ১-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। সমান ব্যবধানে আজারবাইজানের বিপক্ষে জিতেছে অস্ট্রিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here