সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ। মিরপুরে এদিন আগে ব্যাট করে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান ও থামে ১৬৯ রানে। ফলে ম্যাচ ড্র হয়। সুপার ওভরে পাকিস্তান সংগ্রহ করে ৭ রান। জবাবে প্রথম বলে চার মেরে কিছুটা সমীকরণ সহজ করে সোভানা। তবে ২য় বলে কোনো রান নিতে পারেনি। ৩য় ও ৪র্থ বলে এক রান করে নিয়ে ৫ম বলে আউট হয় সোভানা। শেষ বলে জয়ের জন্য ২ রান বাকি থাকলে বাউন্ডারি মেরে দলকে জেতান অধিনায়ক নিগার সুলতানা।
এর আগে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। এরপর সিদ্রা আমিন(২২) কে ফেরান ফাহিমা খাতুন। তিনে নেমে কোনো রান না করেই আউট হন বিসমাহ মারুফ। ব্যক্তিগত ২৯ রানে নিশিতা আক্তারের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাদাফ শামস, দলের রান তখন ৬৫। আর দলীয় ৭৫ রানে ৪র্থ উইকেট হারায় পাকিস্তান। ২১ রান করে পেরেন আলিয়া রিয়াজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩ রান। ফাহিমা খাতুনের প্রথম চার বলে ২ রান নিলেও ৫ম বলে নাশরা সিন্ধু শেষ ব্যাটার হিসেবে আউট হলে ম্যাচ টাই হয়।
বাংলাদেশের পক্ষে রাবেয়া খাতুন সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।
এরও আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগ্রেসদের উদ্বোধনী জুটিতে আসে ২১ রান। ১২ করে আউট হন মুর্শিদা খাতুন। দলীয় ৪৩ রানে আউট হন সোভানা(১৬)। তৃতীয় উইকেট জুটিতে ফারজানা ও নিগার সুলতানা মিলে গড়েন ৪৯ রানের জুটি। ফারজানা ৪০ রান করে আউট হলেও অর্ধশত পূর্ণ করেন নিগার। ৩ চারের সাহায্যে ৫৪ রান আসে তার ব্যাটে। তিনিই একপাশ আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই করেন। তবে শেষের দিকের ব্যাটারদের কেউই তাকে সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল ও নাশরা সিন্ধু দুটি করে উইকেট লাভ করেন।
আগামী ১০শে নভেম্বর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।