Homeক্রিকেটইতিহাসের সেরা বিসিবি সভাপতি হতে চান সাকিব

ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হতে চান সাকিব

- Advertisement -spot_img

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর ধরে ব্যাটে-বলে পারফর্ম করেছেন, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ইচ্ছা আছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অবসরের পরও সংযুক্ত থাকার। সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হওয়ার ঘোষণা দিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনের দল বাংলা টাইগার্সের প্রকাশিত এক ভিডিওতে একথা জানান সাকিব। বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে সাকিব বলেন,‘সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানিনা। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হবো। পারি না পারি সেটা পরের কথা।’

 

সাকিব আরও যোগ করেন,‘দেখুন পাপন ভাই এতদিনে অনেক কিছু করেছে। স্বাভাবিকভাবেই তার অর্জনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তাহলে আমি সেরা কাজটা কিভাবে করব। এমন না যে, আমি কাউকে ছোট করছি। আগে যারা দায়িত্বে ছিল সবাই চমৎকার কাজ করেছেন। তারা কাজ না করলে দেশের ক্রিকেটে এত উন্নতি হতো না। তাদের অবদানের ফলেই আমরা এতদূর আসতে পেরেছি। আমি যদি আসি হয়তো অনেক বেশি কাজ করতে পারব। সবকিছু আসলে সময় বলে দেবে।’

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here