রংপুরের পরিক্ষায় ফেল করে সিঙ্গাপুরে গেলেন সাকিব।রংপুর রাইডার্সএর আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করেছিল রংপুর আর সেই পরিক্ষায় ফেল করেছেন সাকিব। মূলত বিশ্বকাপ খেলার সময়ে চোখে সমস্যায় পরেন সাকিব। নির্বাচনের সময়েও চোখের সমস্যায় ভুগেছিলেন টাইগার কাপ্তান, বিশ্বকাপে যে চোখের ব্যাথা বয়ে এনেছিলেন সাকিব তা এখনও তাঁকে ভোগায় আর তাই চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য লন্ডনও গিয়েছিলেন আল হাসান কিন্তু তাতেও চোখের ব্যাথা সারেনি।
এরপরেও রাইডার্স ম্যানেজমেন্ট তাঁকে প্রথম ম্যাচে খেলিয়ে দেখেছিল তাঁর চোখের বর্তমান কি অবস্থা।কিন্তু সেখানেও সাকিবের রেজাল্ট ভালো হয়নি, তাই সাকিব উন্নত চিকিৎসার জন্য গিয়েছেন সিঙ্গাপুর।সেখানেও যে সাকিবের খুব ভালো রেজাল্ট এসছে এমন্টাও কিন্তু না। তবে সাকিবকে প্রথম ম্যাচ খেলানোর ব্যাপারে রংপুর কোচ বলেন, ‘না, আমরা আসলে আগে থেকেই জানতাম চোখের কিছু সমস্যা ছিল। ম্যাচে সে খেলে দেখলো যে ম্যাচের জন্য কতটুকু …(প্রস্তুত) বা কতটা আমাদের সার্ভিস দিতে পারবে। এটাকে পরীক্ষা বলতে পারি, সে খেলা চালিয়ে যেতে পারবে কিনা। খেলা শেষে মনে হয়েছে না আসলেই তার চিকিৎসা দরকার। চিকিৎসা করে এসে যে কয়টা ম্যাচ খেলতে পারবে সেটা দলের জন্যই ভালো। তো সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেয়া।’
তবে সাকিবের চোখের সমস্যা শুধু রংপুর দেখবে এমনটাই না, বিসিবির দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে রংপুর। সেই সঙ্গে কোচ সোহেল ইসলাম যোগ করে বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।’ সাকিব দলের সাথে যোগ দিলে নিঃসন্দেহ রংপুরের শক্তি দিগুন হবে।