Homeআন্তর্জাতিকব্রাজিলকে বিদায় করে দিয়ে, অলম্পিক নিশ্চিত করলো আর্জেন্টিনা!

ব্রাজিলকে বিদায় করে দিয়ে, অলম্পিক নিশ্চিত করলো আর্জেন্টিনা!

- Advertisement -spot_img

হারলেই বিদায় নিবে আর্জেন্টিনা, তবে ড্র হলেই অলম্পিকের টিকিট নিশ্চিত হবে ব্রাজিলের।তবে ব্রাজিলের সহজ সমীকরণ ভেস্তে দিয়ে জয় তুলে নিলো আলমাদা এচেভেরীরা।ফলে বাছাইপর্ব থেকেই বিদায় নিলো এন্ড্রিকরা। এবার স্বর্ন জয়ের জন্য আর্জেন্টিনা যখন অলম্পিক খেলবে,তখন বাসায় দর্শক হয়ে দেখতে হবে ব্রাজিলকে। হাই ভোল্টেজ এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। তাতে পঞ্চাদশ মিনিটেই সুযোগ পায় মাসচেরানোর দল। দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন অধিনায়ক থিয়াগো আলমাদা।

 

তবে গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। ব্রাজিল প্রথম শট নেয় ম্যাচের অষ্টাদশ মিনিটে। তবে সেই শট গোলমুখে ছিল না। তাতে গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। তাতে ভালো দুটি সুযোগ পায় ব্রাজিল। ম্যাচের ৬০ এবং ৬২ মিনিটে পরপর দুটি ভালো সুযোগ পেয়েছিল তারা। প্রথম গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন দলের অলিম্পিক খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পরেই জন কেনেডিকেও হতাশ করেন তিনি। এমন জয়ের পর বেশ উচ্ছ্বাসিত গোলদাতা গুন্দো। জয়টা তাদেরই প্রাপ্য ছিল জানিয়ে এই তরুণ বলেন, ‘সত্যি কথা হচ্ছে এ জয় আমাদের প্রাপ্য। আমরা কোনো ম্যাচ হারিনি।

কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার।’ এই জয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্যারিসের টিকিট হাতে পেয়েছে আর্জেন্টিনা।আর তাদের সঙ্গি ৩ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে। তবে আসরে অংশগ্রহণই করা হচ্ছে না ব্রাজিল- ভেনিজুয়েলার। প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা অলিম্পিক গেমস। যেখানে লাতিন আমেরিকা থেকে অলিম্পিকের ফুটবলে সুযোগ পাওয়ার দৌড়ে নেমেছিল ১০টি দল। মূল পর্বে ওঠার লড়াইয়ে টিকেছিল চারটি দল। যেখান থেকে শীর্ষ দুই দল খেলবে প্যারিস অলিম্পিকে। এই লড়াইয়ে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ‘অলিখিত ফাইনালে’চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়েছে হাভিয়ের মাচেরানোর দল। অথচ প্রথম দুই ম্যাচে ড্র করে চরম বিপাকে পড়ে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র এর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তাই শেষ ম্যাচটি ছিল তাদের বাঁচা-মরার। অলিম্পিকে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। বিপরিতে ব্রাজিলের সামনে ছিল সহজ সমীকরণ। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে এক পা দিয়েই রেখেছিল নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।ড্র করলেই আর্জেন্টিনাকে বিদায় করে মুলপর্ব নিশ্চিত হতো তাদের,কিন্তু সিনিয়র জুনিয়রদের মতো এই টিমও হারলো আর্জেন্টিনার কাছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here