এবারের বিপিএলের শেষ পর্বে লঙ্কান অলরাউন্ডার ওয়াইন্দু হাসারাঙ্গার যোগ দেওয়ার কথা ছিলো রংপুর রাইডার্সের শিবিরে।তবে আজ স্পোর্টস টাইমস এই বিষয়ে রংপুর রাইডার্সের টিম ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আসছেন না হাসারাঙ্গা।
শুধু হাসারাঙ্গাই নয়,প্রথম পর্বে দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন ওমরজাই,তিনিও আর দলে যোগ দিচ্ছেন না চলতি আসরে।তবে রাইডার্স শিবিরে যোগ দিচ্ছেন আরো এক ক্যারবিয়ান,নিকোলাস পুরান।সেক্ষেত্রে অফফর্মে থাকা বেন্ডন কিংয়ের দারুন রিপ্লেসমেন্ট হতে পারেন তিনি।আজই দলের সাথে যোগ দিবেন এই উইন্ডিজ তারকা।