পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন,শুরুতেই গোল করেছেন,এরপর সর্বশেষ গোল করিয়েছেন! পুরো ম্যাচ দাপিয়ে বেড়িয়েছেন এন্তনি!
অবশ্য রিয়েল বেতিসের সবুজ সাদা জার্সি পরার পর থেকে যেন নিয়মিত উড়ছেন এই উইঙ্গার।
আজ ম্যাচে প্রথম অর্ধশেষ হয় গোলশুন্য ব্যাবধানে, আর পরের অর্ধের ৫১ তম মিনিটে ডেডলক ভাঙেন এন্তনি।এরপর মার্ক রোকা ৬৪ মিনিটে লিড ডাবল করলে তার ৫ মিনিট পর আবারো এন্তনির এসিস্টে লিড ৩-০ করেন মার্ক! পুরো ম্যাচে ১ গোল ও এক এসিস্টের পাশাপাশি, এক সাক্সেস ড্রিবল,এক পেনাল্টি জয়,৪ গ্রাউন্ড ডুয়েলস জয় করেন এই ব্রাজিলিয়ান। ফলে সোফার ৯.৩ রেটিং নিয়ে ম্যাচ সেরা হন এই ব্রাজিলিয়ান!
রিয়াল বেতিসের জার্সিতে এন্তনি চার ম্যাচেই করেছেন ৩ গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন ১টি, পেনাল্টি আদায়ও করে দিয়েছেন ১টি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনবার। প্রিমিয়ার লিগে যেখানে ৬২ ম্যাচে করেছিলেন মাত্র ৫ গোল, সেখানে লা লিগায় ৩ ম্যাচেই ২টি।
অথচ এই এন্তনিই ২০২৪–২৫ মৌসুমে ইউনাইটেডের হয়ে ১৪ ম্যাচে করতে পেরেছেন মাত্র ১ গোল। সেটাও ইংল্যান্ডের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা লিগ কাপে। প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলে শুরুর একাদশে ছিলেন মাত্র একটিতে। কয়েকটি ম্যাচে কোচ আমোরিম তাঁকে স্কোয়াডেই রাখেননি।
তবে ইউনাইটেডে উপেক্ষিত এন্তনিতেই আস্থা রেখেছেন পেলেগ্রিনি। ২০১৩–১৪ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো এই কোচ বেতিসের সর্বশেষ চার ম্যাচেই এন্তনিকে শুরু থেকে খেলিয়েছেন। ব্রাজিলিয়ান উইঙ্গারও নতুন ঠিকানায় গিয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন।
এন্তনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ধারে বেতিসে খেলতে গিয়ে তিনি যেভাবে গোল করে চলেছেন, তাতে আগামী মৌসুমেই হয়তো তাঁকে ফিরিয়ে আনবে ইংলিশ ক্লাবটি।
তবে গুঞ্জন আছে বায়ার্ন মিউনিখ সাইন করতে চায় তাকে,এদিকে তাকে কিনে রাখতে পারে রিয়াল বেতিসও।সেক্ষেত্রে এন্তনির ভোটটা হয়তো এই লা লীগার ক্লাবটিই পাবে। এদিকে মার্চে আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াডেও যুক্ত হতে পারেন এন্তনি!