ইট মারলে পাটকেলটি খেতে হয় এই কথা বহুল প্রচলিত, আর সেই ব্যাপারটির বাস্তবতায় দেখা মিললো ভারত-পাকিস্তান লড়াইয়ে।ভারত দল খেলতে যাচ্ছেনা পাকিস্তান, তাই আগামীকা দুই আইসিসির আসরে ভারতে যাবেনা পাকিস্তান ক্রিকেট দলও! আবার এবারের আসর হাইব্রিড মডেলে হওয়ায় ভারতের পতাকাও ওড়ার স্বাধীনতা পায়নি পাকিস্তানের স্টেডিয়ামে।
পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ। তাই এই মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে পিসিবি। টুর্নামেন্ট শুরু আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী সাত দেশের পতাকা টানিয়েছে পিসিবি। সেখানে নেই কেবল ভারতের পতাকা।
এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে দল না পাঠানোর কথা জানিয়েছিল ভারত। নানা নাটকীয়তার চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ হয় হাইব্রিড মডেলে। তারপরও ক্যাপ্টেন্স ডেতে রোহিত শর্মাকে পাঠায়নি ভারত। তাই স্টেডিয়ামে ভারতের পতাকা না রেখে এবার হয়তো সেই শোধটাই নিয়েছে পাকিস্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়। বাংলাদেশ, আফগানিস্তান নিউজিল্যান্ডে কিংবা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড সব দলের পতাকাই আছে পাকিস্তানের পতাকার পাশে,শুধু নেই ভারতীয় পতাকা।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয় গাদ্দাফি স্টেডিয়ামও নেই ভারতের পতাকা। তবে এ বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখনও।
এর আগে নিজেদের জার্সিতে হোস্ট কান্ট্রি পাকিস্তানের নাম বা পতাকা লাগাতে অসম্মতি জানিয়েছিলো ভারত,তবে আইসিসির নির্দেশক্রমে সেই অবস্থান থেকে সড়ে আসতে হয়েছিলো ভারতকে।ভারত পাকিস্তান এবার মুখোমুখি হবে গ্রুপ পর্বেই,যে ম্যাচের সকল টিকেট বিক্রি হয়ে গেছে ঘন্টার ব্যাবধানেই!