Homeফুটবলরিয়ালের বেতন দ্বন্দ্ব;অতি সন্যাসিতে গাজন নষ্ট হচ্ছে মাদ্রিদের!

রিয়ালের বেতন দ্বন্দ্ব;অতি সন্যাসিতে গাজন নষ্ট হচ্ছে মাদ্রিদের!

- Advertisement -spot_img

রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে মুল্যায়ন করে কিশোর বয়স থেকেই তবে,সেই মুল্যায়নের যথাযথ মর্যাদা শুরুর দিকে ছিলোনা তার পারফরম্যান্সে।কিন্তু সমীকরণ বদলে যায় ধীরে ধীরে,লেফট উইঙে বাজিমাত করেন এই ব্রাজিলিয়ান। তবে তার আগেই তার সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করে মাদ্রিদ,তাও আবার বেশ কম বেতনেই। দলের ডিফেন্ডার আলবাও তার চেয়ে বেশি বেতন পান। তবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এমন ট্যালেন্টের দিকে নজড় আছে অনেকের,তাই ভিনির সাথে নতুন চুক্তি করতে দুবছর আগে থেকেই মরিয়া হয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে হচ্ছেনা নতুন চুক্তি!

গতবছর সেপ্টেম্বরেই ব্রাজিলিয়ান উইঙ্গারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ। কিন্তু সে যাত্রায় মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন ভিনিসিয়ুস। তাঁর বিশ্বাস ছিল, মাঠে যদি দাপট দেখাতে পারেন, পরবর্তীতে ক্লাব তাঁকে আরও লোভনীয় প্রস্তাব দেবে চুক্তির মেয়াদ বাড়াতে!


মাদ্রিদ পরে আর প্রস্তাব না দিলেও ভিনিসিয়ুসের পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সৌদি প্রো লিগ। সম্প্রতি খবর বের হয়, মধ্যপ্রাচ্যের লিগ থেকে ব্রাজিলিয়ান তারকাকে ৫ বছরের জন্য ১০০ কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৭১৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ভিনিসিয়ুস এ প্রস্তাব গ্রহণ করলে তিনি হয়ে যাবেন এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার।

সৌদি লিগের এমন আগ্রহ টের পেয়ে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। আর সুযোগ বুঝে নিজের বেতন বাড়ানোর শর্তও দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আর সেই বেতনের পরিমান হিসেবে সতীর্থ এমবাপ্পের বেশি বেতন চান ভিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের এক প্রতিবেদন অনুসারে, বর্তমানে এমবাপ্পে বার্ষিক দেড় কোটি ইউরো বেতন পেয়ে থাকেন মাদ্রিদের ক্লাবটি থেকে। ভিনিসিয়াসের বেতনও একই। তবে ব্রাজিলিয়ান তারকার বিশ্বাস, তিনি দলে যেভাবে অবদান রাখছেন, পারফরম্যান্সের বিচারে তাঁর বেতন আরও বেশি হওয়া উচিত। তাঁর প্রতিনিধিরা মাদ্রিদকে বার্ষিক আরও ১ কোটি ইউরো বাড়িয়ে মোট আড়াই কোটি ইউরো বেতন দাবি করেছে।

তবে মাদ্রিদের ঝামেলা এখানেই শেষ নয়। দলটির মিডফিল্ডার জুড বেলিংহামও বেতন বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন ক্লাবটিকে। ইংলিশ মিডফিল্ডার মনে করেন, এমবাপ্পে কিংবা ভিনিসিয়ুসের চেয়ে বেশি বেতন পাওয়া উচিত তাঁর।


স্প্যানিশ আরেক সংবাদমাধ্যম দিয়ারো এএসের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের মাঝামাঝিতে বার্ষিক ৮০ লাখ থেকে ১ কোটি ইউরো বেতনের চুক্তিতে জার্মান ক্লাব ডর্টমুন্ড ছেড়ে মাদ্রিদে নাম লেখান বেলিংহাম। সে সময় ভিনিসিয়ুসের বেতনও ছিল একই। গত দেড় বছরে নিজের বেতন বাড়িয়ে দেড় কোটি ইউরোতে নিয়ে গেছেন ভিনি, যা এমবাপ্পের সমান। 


তবে বেলিংহাম আর বেতনের দিক থেকে এ দুজনের পেছনে থাকতে চান না। বরং এ দুজনের চেয়ে আরও বেশি বেতন প্রত্যাশা করছেন ইংলিশ মিডফিল্ডার, এমনটাই জানিয়েছ এএস। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে বেলিংহামের চুক্তির মেয়াদ আরও সাড়ে চার বছর বাকি। সে বিষয়টি মাথায় রেখেই নিজের বেতন বাড়িয়ে নিতে চাচ্ছেন তিনি।

সব মিলে দলের প্রধান তিন তারকাকে নিয়ে কিছুটা হলেও চিন্তিত ক্লাব প্রেসিডেন্ট পেরেজ!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here