Homeফুটবলআগামী দিনের সেরা এট্যাকার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মেঘালাস,পিছিয়ে আগামী দিনের মেসি...

আগামী দিনের সেরা এট্যাকার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মেঘালাস,পিছিয়ে আগামী দিনের মেসি আলমাদা!

- Advertisement -spot_img

ব্রাজিলের সেন্টার ব্যাকের চেয়েও যেন পিছিয়ে আর্জেন্টিনার আগামী দিনের সেরা এট্যাকার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মেঘালাস এই মৌসুমে যত গোল এসিস্ট করেছেন, সেটাই করতে পারেননি আর্জেন্টিনার আগামী দিনের মেসি খ্যাত থিয়োগা আলমাদা।

বরং এই মৌসুমে এথলেটিকোর হয়ে তার পরিসংখ্যান যেন আশঙ্কাজনক আর্জেন্টিনার ভক্তদের জন্য।

আলমাদার এই অবস্থা ও তার সাথে গ্যাব্রিয়েলের তুলনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে

অনেক শখ করেই এই মৌসুমে এসেছেন এথলেটিকো মাদ্রিদে। আর্জেন্টাইন মাদ্রিদ খ্যাত ক্লাবটিতে এসে বাড়ালেন আরো এক আর্জেন্টাইন এর সংখ্যা।

স্বপ্ন ছিল সবাই মিলে ক্লাবকে পুর্ণজাগরণ করবেন, এই ক্লাবে থেকে বড় বড় আসরে গোল এসিস্ট করে নিজেকে জানান দিবেন।

কিন্ত এবার নিজেই যেন চলে গেলেন আলোচনার বাইরে

এই মৌসুমে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলেন আলমাদা। এই ১২ ম্যাচের মাঝে গোল করতে পারেন মোট ২ ম্যাচে।

সেভিয়ার সাথে এক ম্যাচে গোল এসিস্ট করেন, এর আগে এলচের বিপক্ষে করেন গোল।

সব মিলিয়ে সব আসরে আলমাদার গোল এসিস্ট ৩ টি। এর মাঝে শুরুর একাদশে জায়গা পেয়েছেন ৪ ম্যাচে, সর্বসাকুল্যে খেলেছেন ৪৪৫ মিনিট। ১০ ম্যাচে মাঠে নেমে পাননি গোল এসিস্ট।

সিমিওনে, আলভারেজ, সরলথদের ভীরে নিজের যেন সুযোগই মিলছেনা আলমাদার।

অথচ আলমাদার চেয়ে পরিসংখ্যানে এই মৌসুমে এগিয়ে গেছেন গ্যাব্রিয়েল মেঘালাস। বিগ গাবিকে নিয়ে ডিফেন্সে আর্সেনাল ম্যাচ হেরেছে মাত্র ১ টি।

এর মাঝে গোল হজম করেও মাত্র ৫ বার। ডিফেন্সে গ্যাব্রিয়েল মেঘালাস এই মুহুর্তে সেরাদের সেরা, এই জায়গায় তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার নেই কেউ। কিন্ত গোল এসিস্টেও যে এই মেঘালাস এগিয়ে আছেন আলমাদার চেয়ে।

এই মৌসুমে সব আসরে মিলিয়ে ৪ গোল এসিস্ট মেঘালাসের। ২ গোলের সাথে ২ এসিস্ট করেন তিনি।

এর মাঝে চ্যাম্পিয়নস লীগের মঞ্চে এসিস্ট আছে তার। মজার ব্যাপার হলো আলমাদার দল এথলেটিকোর বিপক্ষেই গোল ও এসিস্ট করেন মেঘালাস।

এর বাইরে নিউক্যাসেল, বার্নলির বিপক্ষে আসে তার গোল ও এসিস্ট। তবে বড় ম্যাচে তো গোল এসিস্ট পাচ্ছেনই না আলমাদা, ছোট ম্যাচেও পাচ্ছেন কালেভদ্রে। বরং সংখ্যাতে একজন সেন্টার ব্যাকের চেয়েও পড়ছেন পিছিয়ে।

এই পরিসংখ্যান আর্জেন্টাইন ভক্তদের কাছে আশঙ্কার। মেসির সাথে আর্জেন্টিনার শুরুর একাদশে আলভারেজ, লাউতারোদের কেউ খেলবেন।

তার সাথে শুরুর একাদশে থাকার সবচেয়ে এগিয়ে ছিলেন আলমাদা। কিন্ত ক্লাবে মিনিট না পাওয়া ও এরকম গোল এসিস্ট করা একজনকে বিশ্বকাপে শুরু করানো কঠিন সিদ্ধান্ত হবে আর্জেন্টিনার জন্য।

আবার এই পজিশনে ভালো করা পাজ, মাস্তানতুনহোদের মত তরুণদের বিশ্বকাপে শুরুর একাদশে নিয়মিত খেলানোও হবে চাপের বিষয়। তাই আর্জেন্টিনা দলের ভালোর জন্য আগামী দিনে ফর্মে ফেরার বিকল্প নেই থিয়োগা আলমাদার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here