একটা সময় আইপিএলের মঞ্চে বাংলাদেশের নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান।
বিশ্ব ক্রিকেটে দাপট দেখানোর সাথে সাথে আইপিএলের মঞ্চেও দাপট ছিল সাকিবের। তবে সেই সময়টা নেই, বর্তমানে নানা ফ্রাঞ্চাইজী লীগ খেললেও এবারের আইপিএলের চুড়ান্ত নিলামে জায়গা হয়নি সাকিবের। যদিও সাকিবের অপুর্ণ জায়গাটা পুর্ণ করতে পারেন ফিজ, রিশাদরা।
আইপিএলের নিলামে সর্বোচ্চ ২ কোটি ক্যাটাগরির প্রাইসমুল্যে মুস্তাফিজুর রহমানের দল পাবার সম্ভাবনাই বেশি।
শুধু বাংলাদেশের নয়, এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার ফিজ। বাংলাদেশের হয়ে ভালো করছেন, সাম্প্রতিক এশিয়া কাপের মঞ্চে ভালো করেছেন।
এমনকি দুবাইয়ে অনুষ্ঠিত আইএলটি২০ তে নিয়মিত ভালো করছেন বাংলার এই পেসার।
ফিজের গতি, কাটার, ভ্যারিয়েশন আছে, আছে বুদ্ধিদীপ্ত বোলিং। একই সাথে আইপিএলের ফ্রাঞ্চাইজীর অন্য লীগে আছেন, আইপিএলেও আগে মাতিয়েছেন, সব মিলিয়ে বাংলাদেশ থেকে দল পাওয়ার সবচেয়ে বড় দাবিদার ফিজ।
ফিজের পর এই দাবিদার রিশাদ হোসেন। বাংলার এই লেগী বর্তমানে বিগ ব্যাশ খেলতে অষ্ট্রেলিয়ায়।
বাংলাদেশের হয়ে বড় মঞ্চে রিশাদ পারফর্ম করেন, সেই পারফর্মেঞ্চ করে এসেছেন আলোচনায়।
স্বয়ং রিকি পন্টিং এর নজর কেড়েছেন তিনি, যে কারণে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স তাকে কিনে নেয় দুইবার। তাকে ঘিরে রিকি পন্টিং এর আগ্রহের কথা স্বয়ং জানান অজি তারকা এরন ফিঞ্চ।
নিসন্দেহে যদি বিগ ব্যাশে দারুণ কিছু করতে পারেন রিশাদ, আইপিএলে পাঞ্জাবের দায়িত্বে থাকা পন্টিং এর দলে তার খেলা অনেকটাই হয়ে যাবে নিশ্চিত। সাম্প্রতিক সময়ে গুগলিও রপ্ত করেছেন, রিশাদকে নিয়ে তাই প্রত্যাশাও বেশি থাকবে।
বাকিদের মাঝে নাহিদ রানা, শরীফুল,তাসকিন, তানজিম সাকিবরা আছেন নিলামে। বাংলার পেসারদের বিশ্বব্যাপী সুনাম আছে।
বিশেষ করে তাসকিন আহমেদ এর আগে আইপিএলে ডাক পেলেও খেলা হয়নি। বর্তমানে নানা ফ্রাঞ্চাইজী লীগে খেলছেন এই পেসার।
তাই দলের পেসক্ষরা কাটাতে ৭৫ লাখে তাসকিনকে নিলেও থাকবেনা অবাক হবার কিছু।
অপরদিকে নিলাম থেকে দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বাংলার স্পিনার রকিবুলের। তবে তার নিলামের চুড়ান্ত তালিকায় থাকাও আছে বড় প্রাপ্তি হিসেবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত এবারের আইপিএল মাতান কোন কোন বাংলাদেশী ক্রিকেটার।




