Homeক্রিকেটআইপিএলে ৭ বাংলাদেশীর ভিত্তি মুল্যই ৮ কোটি ২৩ লাখ টাকা!

আইপিএলে ৭ বাংলাদেশীর ভিত্তি মুল্যই ৮ কোটি ২৩ লাখ টাকা!

- Advertisement -spot_img

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের, ২০২৬ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।

এই উপলক্ষে বিসিসিআই প্রকাশ করেছে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট ৭ জন যারা সবাই বোলার।
শুরুতে ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই-বাছাইয়ের পর ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশিসহ মোট ৩৫০ জনকে রাখা হয়েছে তালিকায়।

নিলামে সর্বোচ্চ ৭৭ জনকে দলে ভেড়ানো যাবে, যার মধ্যে বিদেশি কোটা খালি আছে ৩১টি।


বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান।

২ কোটি রুপির এই ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২.৭২ কোটি টাকা।

আইপিএলে পাঁচটি দলের জার্সি গায়ে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নেওয়া এই পেসারের গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩।


৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশি পাঁচ ক্রিকেটারকে, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় এই ক্যাটাগরির ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় ১.০২ কোটি টাকা।


২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ ৮০ হাজারের সমান। জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলের চূড়ান্ত তালিকায় তার নাম থাকাকে দেখা হচ্ছে বড় চমক হিসেবে।


প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার অনুপস্থিতিতেও সাত বাংলাদেশির অন্তর্ভুক্তি এবার আইপিএল নিলামে দেশের বোলারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here