সম্প্রতি বাংলাদেশ দলের পেসাররা দাপট দেখাচ্ছেন। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও সফলতা এসেছে পেসারদের হাত ধরে। ‘অজেয়’ দক্ষিণ আফ্রিকায় যেখানে কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না, সেখানে সিরিজ জিতেছে টাইগাররা। এবার প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াই। এ সিরিজেও ইতিবাচক ফল পেতে তাসকিন আহমেদ, এবাদত হোসেনদের দিকে তাকিয়ে অধিনায়ক মুমিনুল হক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রসেসে বল করা, সঠিক জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।’