সাবেক অধিনায়ক রুটের হাত ধরে ইংল্যান্ড ক্রিকেট ছিল জয়হীন । ব্যক্তিগতভাবে তিনি ভালো পারফরম্যান্স করলেও, দলের অন্য খেলোয়ার খেলোয়াড় দের থেকে সেরাটা বের করে আনতে পারছিলেন না তিনি। তবুও দায়িত্ব চালিয়ে যেতে চাইছিলেন। তবে সেটির অবসান ঘটেছে।
ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বে নতুন মুখ আনা হয়েছে। দলের সেরা ও অভিজ্ঞ অলরাউন্ডার স্টোকসকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব। স্টোকস বললেন দলে অনেক কিছু পরিবর্তন করতে হবে। তবে সবার আগে দলের জন্য নিজের স্বার্থ দূরে রাখবে এমন ক্রিকেটারদের রাখবেন তিনি।
“অনেক কিছু পরিবর্তন করতে হবে। শুধু মাঠের খেলাই নয়। পরিবর্তনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলবে কিন্ত সেসব গণমাধ্যমে বলার মতো নয়। তবে মাঠের বিষয়গুলোর ক্ষেত্রে, আমি নিঃস্বার্থ ক্রিকেটার দলে পেতে চাইব, যারা নির্দিষ্ট দিনে ম্যাচ জেতার জন্য তাঁরা কী করতে পারে, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।”
ক্রিকেটে জয়টাই মুখ্য। হারলে সমলোচনা হবে। তবে ভালো খেলেও যদি হারে ক্রিকেটে সেটির মূল্যায়ন করা হয় না। যে কারণে নিজের মানসিকতার মতো একাদশে বাকি দশ জন বাছাই করতে চান স্টোকস।
“কারণ, দিন শেষে ম্যাচ জয়ের ওপর ভিত্তি করেই সবকিছু মূল্যায়ন করা হয়। আমার কাছে সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। কোন বিষয়টি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, তার ওপর নির্ভর করেই আমি সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে আরও দশ জনকে রাখতে চাই, যারা একই মানসিকতার।”
“একটি টেস্ট ম্যাচ জয়ের সেরা উপায় হলো সেরা এগারো জন বাছাই করা। যদি তাঁরা ফিট থাকেন অবশ্যই নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। কারণ তাঁরা ইংল্যান্ডের সেরা দুই ক্রিকেটার। আমার মতে দলে তাঁদের বিবেচনা না করাটা বোকামি।”