Homeক্রিকেটবৃষ্টিময় অলস দুপুরে লুডুতে মেতেছে দর্শকরা!!

বৃষ্টিময় অলস দুপুরে লুডুতে মেতেছে দর্শকরা!!

- Advertisement -spot_img

বৃষ্টির বাধায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের সোয়া এক ঘণ্টার খেলা ইতোমধ্যে নেই হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝরছে বৃষ্টি, কখন থামবে ঠিক ঠিকানা নেই। ভাগ্যিস, মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টি আসায় ৪০ মিনিট লাভ হয়েছে। নইলে এই সময়টাও চলে যেতো বৃষ্টির পেটে।

ঢাকা টেস্টের শুরুর দিন থেকেই শের-ই-বাংলার গ্যালারি মাতিয়ে রেখেছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের ফ্রি-তে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। নর্দার্ন-সাউদার্ন গ্যালারির (শেডের নীচে) অধিকাংশ আসন ছিল পূর্ণ। এ ছাড়াও আছেন গাঁটের পয়সা খরচ করা দর্শকও।

বৃষ্টি হলেও তারা গ্যালারি ছেড়ে পালাননি। যে যার মতো মেতেছেন আড্ডা আর খুনসুটিতে। নর্দার্ন গ্যালারির দিকে যেতেই চোখ আটকে যায় একটি স্থানে। চারজন গোল হয়ে বসে তাকিয়ে আছেন একদিকে। তাদের পাশে থাকা একজনকে ডেকে জিজ্ঞাস করতেই জানালেন লুডু খেলছেন তারা। তাদের ইশারা দিলেও স্মার্টফোনে লুডুর ঘর ছেড়ে আসেননি!

গ্যালারির প্রাণ এই দর্শকরা। ঘরের মাঠে খেলার অন্যতম সুবিধা এটি। শুরু থেকেই মজার মজার স্লোগানে তারা মাতিয়ে রেখেছিলেন। তাদের স্লোগানে আরও উদ্বুদ্ধ হন ক্রিকেটাররা। যেমন একটি ছিল সাকিব আল হাসানকে নিয়ে। ‘শিরায় শিরায় রক্ত, আমরা সাকিব ভাইয়ের ভক্ত’- এ রকম আরও কত কী।

সাকিব ভাই, তামিম ভাই ডাক শোনা যায় হরহামেশাই। খেলার মাঠে থাকায় তাদের আর সাড়া দেওয়া হয় না। তবে নিরাশ করেননি নুরুল হাসান সোহান। গ্যালারির পাশ দিয়ে মাঝে তাকে দেখা যায় ইনডোরের দিকে যেতে। এ সময় সোহান ভাই, সোহান ভাই চিৎকারে গর্জে ওঠে গ্যালারি। তিনি হাত নেড়ে অভিবাদন জানাতেও ভুল করেনি!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here