২২ বছর ধরে টেস্ট খেলেও খুব একটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ। এই সময়ে প্রতিনিয়ত বেড়েছে সুযোগ সুবিধা, ক্রিকেটারদের মানও আগের চেয়ে ভালো। তবে এর পরেও কেন একই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট? প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তো এটাকে রহস্যজনক বলেও মন্তব্য করেছেন। এখনো পর্যন্ত ১৩৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ১৬ টিতে। ১৮ ড্রয়ের বিপরীতে হারের সংখ্যা ৯৯! ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেও সঙ্গী ৭ উইকেটের পরাজয়। ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্টে হারলেই পূর্ণ হবে পয়ারজয়ের সেঞ্চুরি। ২২ বছর আগে দেশের প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া দুর্জয় এই পরিস্থিতিকে দেখছেন দুর্ভাগ্যজনক হিসেবে।
আজ (২১ জুন) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সেটাতো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনো (এসব কথা) বলতে হয়। আমি বললাম যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল, আমাদের যে সুযোগ সুবিধা ছিল সবকিছুই তার থেকে অনেক ভালো। এবং প্লেয়াররাও অনেক ভালো আমাদের থেকে। তারপরও কেন রেজাল্ট হচ্ছে না এটা রহস্যজনক ব্যাপার।’