আগামী ৬ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর। এবারের বিপিএল এ শেষ চারটি ম্যাচ ছাড়া থাকছে না পুর্নাঙ্গ ডিআরএস,এ নিয়ে বেশ ক্ষুব্ধ কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি সংবাদকর্মীরদের বলেন হাতে যথেষ্ট সময় ছিলো এবং বিসিবির তো অনেক টাকা, এবার ডিআরএস থাকা উচিত ছিলো। তিনি মনে করেন যেকোন একটা ভুল সিদ্ধান্তের কারনে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে একটি দল।
রবিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের অন্যতম সফল এই কোচ বলছিলেন, “এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে তো আমাদের একটু মন খারাপ হবেই। যেকোনো একটা সিদ্ধান্তের কারণে আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন। যেহেতু আপনারা অনেক সময় পেয়েছিলেন, আপনাদের বোর্ডের তো অনেক টাকা,আমার মনে হয়, এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত।”