এবছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এবারের আসরে অফিশিয়ালি পাকিস্তান আয়োজক হলেও তাতে বরাবরই আপত্তি জানিয়ে আসছে ভারত।
ফলে অন্যত্র সরিয়ে নেবার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের ভেন্যু।
এবার হয়তো সে সঙ্কাই সত্য হতে যাচ্ছে, এই শঙ্কা যেন সত্য হয়ে ভেন্যু পরিবর্তন না হয় সে কারনেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাথে আলোচনায় বসতে দুবাই যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নেজাম শেঠি।
ইতোমধ্যেই এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ হয়ে গেছে, ভারত-পাকিস্তানও একই গ্রুপ ‘এ’-তে পড়েছে। তাদের গ্রুপে আরও খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। অক্টোবরেই ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের আসরটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।