ক্যানসার আক্রান্ত পেসার মোহাম্মদ শরিফের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। শরিফের বাসায় গিয়ে তাকে সাহস দিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন। দিয়েছেন আর্থিক সহায়তাও। তবে হঠাৎ করে শরিফের বাবাকে বাসায় ডেকে নিয়ে ১০ লাখ টাকা দিয়ে চমকে দিয়েছেন তামিম।
মোহাম্মদ শরিফ সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার জিম, ট্রেনিং আর ফিটনেস নিয়ে কাজ করবেন তাসকিন আহমেদ। আশ্বাসেই বেঁচে আছেন ক্যানসার আক্রান্ত তরুণ পেসার।
জাতীয় দলের তারকা ওপেনারের এই অর্থ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে শরিফকে। সুস্থতা আর নতুন করে মাঠে ফেরার স্বপ্নটা হয়ত পূরণ হবে যদি এভাবে মানুষের ভালোবাসা অব্যাহত থাকে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সহায়তা এখন বড্ড প্রয়োজন শরিফের।
ভেঙে না পড়ে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করার পরামর্শ দিতে ভোলেননি জাতীয় দলের তারকা। তাসকিন চিকিৎসার জন্য শরিফকে অর্থও দিয়ে এসেছেন অল্প সময়ের সাক্ষাতে।