অবশেষে ঘোষিত হলো ফিফা দ্যা বেস্ট এওয়ার্ড ২০২২।
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পুরুষদের পুরস্কারের প্রায় সবই উঠলো কাতার বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তাদের ঘরে।
থিবো কোর্তোয়া ও ইয়াছিন বুনোকে হারিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কারটি জিতেছেন বিশ্বকাপের আলোচিত এবং সমালোচিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল স্কালোনি জিতেছেন সেরা কোচের পুরস্কার।
এ লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি এবং ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে।
আর দুই ফরাসি কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজামাকে হটিয়ে ‘দ্যা বেস্ট ফিফা মেন’স এওয়ার্ড’ জিতেছেন আর্জেন্টিনা ও পিএসজির হয়ে খেলা লিওনেল মেসি।
রেকর্ড সপ্তমবারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।সবশেষ ২০১৯ সালে এই পুরস্কার জেতেন লিও।
এছাড়া এবারে সেরা সমর্থকের খেতাবও জিতলেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে দারুণভাবে সমর্থন যোগানো আকাশী-নীল সমর্থকরা।