এশিয়া কাপের আর বাকি নেই ১০দিন সময়ও।এর মধ্যেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। এশিয়া কাপের স্কোয়াডে তার নাম থাকলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এখন এশিয়া কাপে অনিশ্চিত এবাদত।
মঙ্গলবার এশিয়া কাপের স্কোয়াডে থাকা আরো এক ক্রিকেটারের অসুস্থতার খবর জানা যায়।তিনি অলরাউন্ডার শামীম পাটোয়ারী।অসুস্থতার কারণে মিরপুর স্টেডিয়ামে এদিন অনুশীলনে আসেননি তিনি।
শামীমের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, সোমবার রাতে শামীম একটু অসুস্থ হয়ে পড়ে,বেশ কয়েকবার বমিও করে সে।যে কারণে মঙ্গলবার সে অনুশীলনে আসেনি।তবে সে ইনজুরিতে নেই,আশা করছি সে খুব শীগ্রই অনুশীলনে ফিরবে।
মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে সাত নম্বর পজিশনে যে কয়জন ক্রিকেটারকে নিয়ে বাবা হচ্ছে তার মধ্যে শামীম পাটোয়ারী অন্যতম।
ইতিমধ্যে বিশ্বকাপের জন্য ভারতীয় ভিসার জন্যও আবেদন করেছেন তিনি।