উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পৃথক পৃথক ম্যাচে জয় পেয়েছে বার্সালোনা, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
ঘরের মাঠে শাখতার দোনেস্কের বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।ফেরমিন লোপেজের শর্ট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে ফেরান তোরেসের দুর্দান্ত ভলি জাল খুঁজে নিলে ১-০ তে লিড পায় কাতালনরা। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেজ। ৩৬ মিনিটে তার করা গোলে সহায়তা করেন ফেরান তোরেস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে তোরেস ও ৭০ মিনিটে লোপেজ আরও দুটি গোল করলেও অফসাইডের কারণে দুটি গোলই বাতিল হয়। উল্টো ৬২ মিনিটে এক গোল পরিশোধ করে শাখতার দোনেস্ক। আজারোভির বাড়ানো বলে সুধাকোভ বার্সার জাল খুঁজে নেয়। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আরেক ম্যাচে ইয়াং বয়জের মাঠে ৩-১ গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি। দুই দলের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। যদিও ইয়ং বয়েজের গোলরক্ষক অ্যানতনি রাকিওপ্পি দুর্দান্ত কিছু সেইভ না দিলে লিড নিতো সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় সিটি। ৪৯ মিনিটে আকেন্জির করা গোলের লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ৫৩ মিনিটে ম্যাচে সমতা আনেন ইলিয়া। তবে ৬৭ মিনিটে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল আদায় করে নেয় হালান্ড। সেই গোল আর ইয়াং বয়েজ পরিশোধ করতে পারেনি। উল্টো ৮৬ মিনিটে হালান্ড দ্বিতীয় গোল করলে ৩-১ ব্যবধানের সহজ জয় পায় সিটি।
অপর ম্যাচে ঘরের মাঠে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ফরাসি জায়ান্ট দের হয়ে গোল করেন এমবাপ্পে (৩২), কোলো মুয়ানি(৫৩) ও ক্যাং ইন লি(৮৯)।
চ্যাম্পিয়ন লিগের অন্য ম্যাচের ফলাফল :
নিউ ক্যাসল ০ : ১ বরুসিয়া ডর্টমুন্ড
সেল্টিক ২ : ২ অ্যাটলেটিকো মাদ্রিদ
ফ্রেনউড ৩ : ১ লাজিও
আরবি লাইবজিক ৩ : ১ ক্রিভেনা জিভেদা
রয়াল এনট্রপ ১ :৪ এফসি পোর্তো