আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তবে তার আগে দু:সংবাদ পেল অজি শিবির।
গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে ৭ নভেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর কয়েকদিন বিরতি পেয়েছিল অজিরা। এই বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল।পরবর্তীতে জানা যায়, মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। তাই ইংলিশদের বিপক্ষে মাঠে নামা হবেনা ম্যাক্সওয়েলের।
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তিনি।নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।
এ ব্যাপারে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন,’ ম্যাক্সওয়েল চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাঁকে পড়তে হয়নি।’
বিশ্বকাপে এখনো পর্যন্ত ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে আছে অস্ট্রেলিয়া।