Homeআন্তর্জাতিকধোনির সাত নম্বর আর পরবেন না কেউই

ধোনির সাত নম্বর আর পরবেন না কেউই

- Advertisement -spot_img

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অভিনব কায়দায় সম্মান জানানোর পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলোয়াড়ি জীবনে ধোনির পরা বিখ্যাত ৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় ক্রিকেটে দারুণ অবদান রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি ইভেন্টে ধোনিই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। একই কারণে এর আগে কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিও অবসরে পাঠানো হয়েছিল।

 

জানা গেছে, বিসিসিআই ভারতীয় দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে, ১০ নম্বরের মতো কেউ আর ৭ নম্বর জার্সিও পরতে পারবেন না।

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তরুণ খেলোয়াড় এবং ভারত দলের বর্তমান খেলোয়াড়দের বলা হয়েছে ধোনির ৭ নম্বর জার্সি বাছাই না করতে। খেলাধুলায় তার অবদানের কারণে বিসিসিআই ধোনির জার্সিটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোনো খেলোয়াড় ৭ নম্বর জার্সি পাবেন না, ১০ নম্বর জার্সি যেমন ব্যবহারযোগ্য ছিল না।’

 

ক্যারিয়ারের শুরুর দিকে ১০ নম্বর জার্সি পরতেন ভারতের পেসার শার্দুল ঠাকুর। যদিও সেটি নিয়ে সমালোচনার পর জার্সিটিকে অবসরে পাঠানো হয়েছে। বিসিসিআই আরও জানিয়েছে, ভারতীয় খেলোয়াড়দের জার্সির জন্য সর্বমোট ৬০টি নম্বর রয়েছে। তবে নতুন খেলোয়াড়দের জন্য খালি আছে ৩০টি নম্বর। কারণ, নিয়মানুযায়ী, ১ বছর বা তার আশেপাশের সময়ে কোনো খেলোয়াড় দলের বাইরে না থাকলে তার জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া হয় না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here