Homeক্রিকেটপ্রিমিয়ার লিগে ফিরেই সেঞ্চুরি নাঈম শেখের

প্রিমিয়ার লিগে ফিরেই সেঞ্চুরি নাঈম শেখের

- Advertisement -spot_img

ব্যাট হাতে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না নাঈন শেখ। জাতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। এবার দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দলেও জায়গা পাননি এই বাঁহাতি ওপেনার। নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে পাখির চোখ করেছেন নাঈম। আজ (মঙ্গলবার) আবাহনী লিমিটেডের হয়ে লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১৩ বল খেলে সেঞ্চুরির স্বাদ পান নাঈম।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি নাঈম। যদিও সুযোগ পান আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। তবে সেখানেও ব্যর্থ তিনি। ১৩, ২, ৬, ২*, ১০, ১৫, ৪, ৪, ৯; এগুলো নাঈমের খেলা শেষ ৯ ইনিংসের রান। যেখানে ৬৫ রান করছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫ রান।

এমন পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়ে প্রিমিয়ার লিগ খেলতে নেমেছেন নাঈম। লিগের এবং নিজের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন শতক। পরে অবশ্য ইনিংসটাকে আর টানতে পারেননি। ইনিংসের ৪৬তম ওভারে ফরহাদ রেজার বলে ক্যাচ দিয়ে আউট হন ১১৫ রানে। ১৩২ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ২ ছয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here