লিভারপুলের জন্য দরজাটা আরেকটু উন্মুক্ত করে দিল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে এখন লিভারপুলের চেয়ে কেবল ৪ পয়েন্ট এগিয়ে তারা। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যানচেস্টার সিটির গোলশূন্য ড্রতে লিভারপুলের জন্য সুযোগটা বেড়েছে আরও।
ম্যাচের পুরো ৯০ মিনিট কোনো বদলি খেলোয়াড় নামাননি গার্দিওলা। দ্বিতীয়ার্ধে তার দল গোলের লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও। তবে এসব নিয়ে কোনো আফসোস নেই সিটি কোচের। তিনি বলছেন, সেলহার্স্ট পার্ক ক্রোইডনের মাঠের ঘাস ঠিকঠাক ছিল না।
গার্দিওলা বলেছেন, ‘এখনও অনেক ম্যাচ খেলতে হবে। আমাদের জিততে হবে অনেকগুলো ম্যাচ কিন্তু যেভাবে আমরা খেলেছি, দল নিয়ে কোনো আফসোস নেই। আমরা জিততে পছন্দ করতাম অবশ্যই তবে ম্যাচে ভালো খেলা হয়েছে।
‘আমরা জেতার জন্য খেলেছি, বেশি সুযোগ তৈরি করেছি। আমরা কঠিন স্টেডিয়াম ও ঘাস নিখুঁত না এমন একটা জায়গায় দারুণ খেলেছি। আমরা খুব ভালো ম্যাচ খেলেছি। ৯০ মিনিটে, আমরা কিছু ভুল করেছি কিন্তু যেভাবে খেলেছি সেটা খুবই ভালো ছিল।’
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও ড্র করেছিলেন তার দল। এবার করল প্রিমিয়ার লিগে। এমন ড্রয়ের পর ভাগ্যকেও দায় দিতে রাজি নন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচ ব্যাখ্যা দিয়েছেন কেন বদলি হিসেবে নামাননি কাউকে।
তিনি বলেছেন, ‘ফুটবলে ভাগ্য বলতে কিছু নেই। আমাদের গোল করতে হতো আর সেটা পারিনি। আমরা গোল করতে মাঠে নেমেছিলাম। কিছুটা ভুগেছি। যে ছেলেরা খেলেছে তারা ভালো খেলেছে, এই কারণে আমি বদলাইনি। আমরা গোল করতে পারিনি, এটাই ভুল। আজকে যে দল ছিল, তারা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি দলের পারফরম্যান্সে ও যেভাবে খেলেছি তাতে খুশি।’