Homeআন্তর্জাতিকমেসির হাতেই উন্মোচন হলো কাতার বিশ্বকাপের বল

মেসির হাতেই উন্মোচন হলো কাতার বিশ্বকাপের বল

- Advertisement -spot_img

চলতি বছর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে টুর্নামেন্টের বল উন্মোচন করলো ফিফা। বুধবার লিওনেল মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে এডিডাসের প্রস্তুতকৃত বল ‘আল রিহলা’র কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এ নিয়ে টানা ১৪ আসরে ফিফা বিশ্বকাপের বল প্রস্তুত করলো এডিডাস। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে টুর্নামেন্টের ইতিহাসে আগের আসরগুলোতে এতো দ্রুতগতির বল দিয়ে খেলা হয়নি কখনও। শুধু গতিই নয়, ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলে আশাবাদী তারা।

আরবি ভাষার শব্দ ‘আল রিহলা’র অর্থ যাত্রা। এই নামের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি। বর্তমান গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর জন্যই দ্রুতগতির বলটি তৈরি করা হয়েছে।

এই বলের অন্যতম বৈশিষ্ট্য হলো সিআরটি কোর (CRT-CORE) এবং স্পিডশেল। সিআরটি কোরটি মূলত বলের হৃৎপিণ্ড। এখান থেকেই গতি, নির্ভুলতা এবং ধারাবাহিকতা সঞ্চার ঘটবে। এই সিআরটি কোরের কারণে বাতাসের সঞ্চালনও থাকবে যথাযথ।

পাশাপাশি আল রিহলাই ফিফা বিশ্বকাপের প্রথম বল, যেটি পুরোটা প্রস্তুত করা হয়েছে জলভিত্তিক কালি ও আঠার সমন্বয়ে। ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নৌফ আল আনজিরা এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here