জাতীয় দলকে আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ১৪ই মে ২০২২ থেকে শুরু হতে যাচ্ছে বিসিবি হাইপারফর্ম্যান্স (এইচপি) ইউনিটের ট্রেনিং ক্যাম্প। কক্সবাজারে আগামী ১৫ মে থেকে ১লা জুন পর্যন্ত চলবে ফিটনেস এবং বোলিং ক্যাম্প। এর পরদিন অর্থ্যাৎ ২রা জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত সিলেতে হবে স্কিল ক্যাম্প।
দশদিন বিরতি দিয়ে আগামী ১৬ই জুলাই থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে চলবে স্কিল ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ। এই ট্রেনিংয়ের জন্য ২৭ মঙ্গলবার ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
- এইচপি দলঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, আকবর আলী (উইকেটরক্ষক), অমিত হাসান, আইস মোল্লাহ, শফিকুল ইসলাম, মকিদুল মুগ্ধ, তানজিম সাকিব, এনামুল হক, সুমন খাঁন, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোসেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান, রাকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসাইন, আমিনুল ইসলাম বিপ্লব।