যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা পজিটিভ সাকিব-আল-হাসান জলঘোলা হয়েছে অনেক গণমাধ্যমগুলো ছিল সাকিব চর্চাই। সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, রবিবার (১৫ মে) থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব।
যদিও কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ফিট না হলে একাদশে রাখা হবে না সাকিবকে। ম্যাচের এক দিন আগে শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল জানালেন, সাকিব ফিট আছেন এবং চট্টগ্রাম টেস্টে খেলবেন।
মুমিনুল বলেন, ‘দেখে তো মনে হল ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ্। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ তো বলেই দিয়েছেন ফিট হলে খেলবেন। দেখে মনে হল উনি ফিট।’