বাংলাদেশের বিপক্ষে একাই লড়াই করে যাচ্ছেন শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এই মুহূর্তে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন তিনি। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকালেই প্যাভিলিয়নের ফিরতে পারতেন ম্যাথিউস। কিন্তু নিজেদের ভুলে সেটি সম্ভব হয়নি।
অ্যাঞ্জেলো ম্যাথুজের নিশ্চিত ক্যাচ আউট বুঝতে না পেরে বাংলাদেশ জীবন দিয়েছে তাকে। সেঞ্চুরি নিয়ে দিন শুরু করা ম্যাথুজ এখন আছেন ডাবল সেঞ্চুরির পথে। দ্বিতীয় দিনের চতুর্থ ওভার। বোলিং প্রান্তে খালেদ আহমেদ। ১১৯ রানে ব্যাটিংয়ে ম্যাথুজ। খালেদের লেন্থ বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে।
কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। খোদ লিটনও। তাই আবেদনও করেননি কোনো ফিল্ডার। উল্টো ব্যাটে লাগেনি এই হতাশা দেখা গেছে স্বাগতিক খেলোয়াড়দের চোখে-মুখে। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেই লিটনের গ্লাভসবন্দি হয়েছে।
১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। তাতেই তুলে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।