Homeক্রিকেট৬ষ্ঠ উইকেটে ডাবল সেঞ্চুরির জুটিতে সব রেকর্ড ভেঙে তছনছ করে দিল লিটন-মুশফিক

৬ষ্ঠ উইকেটে ডাবল সেঞ্চুরির জুটিতে সব রেকর্ড ভেঙে তছনছ করে দিল লিটন-মুশফিক

- Advertisement -spot_img

সকালে মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ যখন মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর, সেইখান থেকে লিটন-মুশফিকের অনবদ্য জুটিতে বাংলাদেশ পেরিয়ে গেছে ২৫০ রান। তাতেই হয়ে যায় ষষ্ঠ উইকেটে প্রথম ডাবল সেঞ্চুরির জুটি।

সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন এই রেকর্ড গড়েন মুশফিক-লিটন। এর আগে এতোদিন সর্বোচ জুটির রেকর্ড দখলে ছিল মুশফিক-আশরাফুলের।

২০১৪ সালে গল টেস্টে ষষ্ঠ উইকেটের জুটিতে ১৯১ রানের জুটি গড়েছিলেন তারা। আজও আছেন মুশফিক, তবে বদলেছেন সঙ্গী। ৩৫৮ বলে ২০০ রান করেন তারা। তাতে মুশফিকের অবদান ৮০ আর লিটনের ১১৬।

কিন্তু তাদের এই পথচলা এতোটা সহজ ছিল না। ১১২ বলে প্রথম ফিফটির জুটির পর শতরান পেরোয় ২০৬ বলে। ২৯৯ বলে দেড়’শ পেরোনোর ২০০ হতে লাগে মাত্র ৫৯ বল!

শুধু তাই নয়, দুজনে গড়েছেন বিশ্বরেকর্ডও। টেস্ট ইতিহাসে কোনো দল ২৫ কিংবা এর কম রানে ৫ উইকেট হারানোর পর সেরা জুটি এটি। এর আগের সেরা ছিল শতরানের নিচে, ৮৬! ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারানোর পর ৮৬ রান যোগ করেছিলেন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন জুটি। সেটিও হয়েছিল ঢাকার মাটিতেই।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here