হাছান মাহমুদ, দীর্ঘ 19 মাস পর জাতীয় দলে ফেরার লড়াই, স্বপ্ন বুনে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া। তবে সেটা আর পূরণ হচ্ছে না, ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়ে ছিলেন এই পেসার। তবে ডিপিএলে দারুন পারফর্ম করে আবারো ফিরে ছিলেন দলে, তিক্ত ইনজুরির সাঁদ টাও উঠে গেছিলো শরীর থেকে। করোণা প্রটোকল ছাড়িয়ে এবার পড়েছেন বিসিবি প্রটোকলে।
প্রথমে তাকে দলে রাখা হলেও পরবর্তীতে বিসিবির সিদ্ধান্ত কেউ যেতে পারবেনা দলের সাথে। প্যানডেমিক সিচুয়েশনে দলের সাথে যুক্ত হত দীর্ঘ বহর তবে সেটা এখন থাকছেনা। যেতে পারবেনা নির্বাচক, ডক্টর, মিডিয়া ম্যানেজার এক্সট্রানেট বোলার সহ আরো অনেকে। দেশের সবচেয়ে সম্পদশালী বোর্ডের অভিভাবক জানান খরচ কমাতে নানা ভিন্নমুখী পদক্ষেপ নিতে চলেছে ৯০০ কোটি রিজার্ভে ধাকা ক্রিকেট বোর্ড।