Homeআন্তর্জাতিকহিসাব করে খেলাতে হবে মুস্তাফিজকে-মাহবুব

হিসাব করে খেলাতে হবে মুস্তাফিজকে-মাহবুব

- Advertisement -spot_img

টেস্ট খেলতে না চাওয়া কাটার স্পেশালিস্টকে আসন্ন উইন্ডিজ সিরিজের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের চোটের কারণে না থাকায় একাদশেও দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। তবে মুস্তাফিজকে তিন ফরম্যাটে খেলাতে গেলে টিম ম্যানেজমেন্টকে ‘ক্যালকুলেটিভ’ হতে হবে বলে জানালেন, মাহবুব আলী জাকি।

দেশের স্বনামধন্য পেস বোলিং কোচ জাকি বলছিলেন, ‘আপনাদের কাছে খেলোয়াড় আছেই অল্প কয়েকজন। এমন না যে মুস্তাফিজ না খেললেও প্রচুর আন্তর্জাতিক মানের পেসার আছে। আছেই ৪-৫ জন সব মিলিয়ে। সুতরাং ও (মুস্তাফিজ) সহ যারা আছে খেলাতে হবে। এদের ছাড়াতো জেতা সম্ভব না। এই কজন আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু এখন এদের খেলাতে হলে, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিতে হলে প্রস্তুতি, ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই ক্যালকুলেটিভ হতে হবে।’

সঙ্গে যোগ করেন জাকি, ‘বোলিং কোচ, ট্রেনার ও ফিজিও বসে যদি জিনিসটা ডিজাইন করে আমার মনে হয় বেটার হবে। আমার কাছে মনে হয় মুস্তাফিজ লম্বা স্পেল করতে পারে। তার সেই ফিটনেস আছে। কিন্তু যেটা বললাম লম্বা খেলা, এবার আরও সিরিজ আছে। এবার আমাদের বাইরে অনেক সিরিজ। আমার কাছে মনে হয় এদের টাইম টু টাইম কেয়ার করা উচিৎ।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজ, প্রায় দেড় বছর আগে চট্টগ্রামে সেই টেস্টে প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। এই দীর্ঘ সময়ে লাল বলের সঙ্গে সম্পর্কটা মলিন হয়েছে বাঁহাতি পেসারের। এর মাঝে তো টেস্টের প্রতি অনিহার কথা প্রকাশ্যে বলেছেন মুস্তাফিজ। এর কারণও ছিল বৈকি। ২০১৯ সালে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব নিয়েই মুস্তাফিজকে বার্তা দেন, লাল বলে আরও শিখতে হবে।

যদিও পরে ততকালিন পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ করেন মুস্তাফিজ। টেস্ট খেলতে না চাইলেও জাকির সঙ্গে চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি সেশন করেন লাল বলে। মুস্তাফিজের সঙ্গে নিয়মিত কাজ করার প্রেক্ষিতে জাকি তাই স্পষ্টই জানালেন, টেস্টের প্রতি কখনোই অনীহা ছিল না মুস্তাফিজের। জৈব সুরক্ষা বলয়ের জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন ফিজ। এখন টেস্ট খেলার জন্য মানসিকভাবে পুরোপুরি ফিট আছেন বাঁহাতি পেসার।

জাকির ব্যাখা, ‘মানসিকভাবে ফিট না হলে সে আসলে ঐ কাজটা (ফাঁকা সময়ে আলাদা কাজ) করতো না। সে কিন্তু এটার জন্যই তৈরি হচ্ছিল। সে নিজেও বলেছে আমি সব ফরম্যাটে খেলবো। কিন্তু এর মানে এই না যে আপনি তারে টানা দুই-তিনটা সিরিজ খেলাবেন। তাকে খেলাতে হলে আপনাকে ম্যানেজ করে খেলাতে হবে। টিম ম্যানেজমেন্টের দিক থেকে এ জায়গায় আরও স্পষ্ট হলে ভালো।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here