টি২০ এর অধিনায়ক পরিবর্তন নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না,
বিশ্বকাপের পরই টি২০ দল ঢেলে সাজানোর সুযোগ ছিল। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে পরীক্ষামূলক একটা চেষ্টাও হয়েছিল। যদিও বেশি দিন নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারেননি বিসিবি কর্মকর্তারা। তাই আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেই নতুনদের ছুড়ে ফেলা হয়। দেরিতে হলেও টি২০ দলকে আবার ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফরের দলেই দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন।
বিসিবির একজন পরিচালক জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি২০ দলে। সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ।