উইকেটে টায়ার দিয়ে বোলিং প্রেকটিস আইপিএল এর মতো বাইরের লিগ গুলোতে দেখা গেলেও দুবায়ের মাটিতে এই নতুন কাজ দিয়ে বাংলাদেশ টিমের অনুশীলোন পর্ব শুরু হয়েছে।
ডেথ ওভারে টাইগারদের যে সমস্যা টা সবারই চোখে পড়েছে। মুস্তাফিজ থেকে শুরু করে কারো কাছ থেকেই প্রত্যশিত ইয়োরকার দেখেনি টিম বাংলাদেশ।যা ভাবনাই ফেলেছিলো পুরো দলকে। শ্রীরামের দুবাই ক্লাসে দেখা মিললো টায়ার ঠেরাপির। যেখানে পেজ বোলারদের ইয়োরকার ডেলিভারি আরো নিখুঁত করার লক্ষটাই গুরুত্ব পেয়েয়ে
ডেথ ওভারে প্রতিটা বল যেখানে গুরুত্বপুনঃ সেখানে বোলারের ডেলিভারি থেকে পিচ আপ করানো , ব্যাটসম্যানের মুভমেন্ট সাথে ম্যাচের চাপ সব কিছুই সামলাতে হয় একজন বোলারকে ঠিক এই মুহুর্তেই ভুল করার সম্ভোবনা দ্বিগুণ হয়ে যায় আর সেই ভুল গুলো যেন ম্যাচে না হয় এবং সঠিক ডেলিভারিটা যেন করতে পারে এজন্যই টাইয়ার থেরাপি নিয়ে কাজ করেছে শ্রীরাম।
নতুন কিছু শিখতে পেরে তাসকিন, হাসান এবাদতরা দারুন খুশি।