দরজায় কড়া নাড়ছে বিপিএল। আজ থেকেই শুরু হয়েছে অফিশিয়াল অনুশীলন। দুই দলের অনুশীলনে রংপুর ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের ক্যাপ্টেনের নাম।
নুরুল হাসান সোহান এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রংপুরের।
তবে কিছুটা অস্পষ্ট ভাবে হলেও কোচ সালাউদ্দিনের কথায় বোঝা যাচ্ছে,এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হচ্ছেন,চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়সই!
সংবাদকর্মীরা অধিনায়কের নাম জিজ্ঞেস করলে কোচ সালাউদ্দিন বলেন,” আমরা এখনো সিদ্ধান্ত নেইনি,তবে একজন প্লেয়ার যখন দুইটি ট্রফি দেয়,তাহলে ধরে নিতে হবে তার মধ্যে কিছু অন্তত আছে,তাই এটা নিয়ে আর ভাবার কিছু নাই!
অর্থাৎ অফিশিয়াল ঘোষণা না দিলেও,নিজেদের ৪র্থ শিরোপার লক্ষ্যে ইমরুলই হচ্ছেন,এবারের কুমিল্লা দলের অধিনায়ক।