Homeআন্তর্জাতিকমেসিকে জমকালো আয়োজনে বরন করবে পিএসজি -গালতিয়ের

মেসিকে জমকালো আয়োজনে বরন করবে পিএসজি -গালতিয়ের

- Advertisement -spot_img

বিশ্বকাপ শেষ! শিরোপা ঘরে তুলেছে এবার আর্জেন্টাইনরা,এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক লিওনেল মেসি,বিশ্বকাপ শেষ করে কাটাচ্ছেন বড়দিনের ছুটি। বড়দিনের ছুটি কাটিয়ে ৩ ডিসেম্বর প্যারিসে ফেরার কথা বিশ্বকাপজয়ী লিওনেল মেসির। তিনি দলে যোগ দিলে তাকে জমকালো আয়োজনে বরণ করে নেয়া হবে,এমনটাই জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
গালতিয়ের বলেন, মেসিকে অবশ্যই সবাই জমকালো আয়োজনে বরণ করে নেবে। আর্জেন্টিনার মতো মেসিও এখানে সবার ভালোবাসার মানুষ। জাতীয় দলের খেলা শেষ। এখন মেসি পিএসজির। তাই খারাপ আচরণের কোনো সুযোগ নেই। আমরা তার জন্য অপেক্ষা করে আছি।
ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারলেও মেসি পিএসজির সম্পদ বলেও মন্তব্য করেছেন কোচ গালতিয়ের।
মেসি কবে দলের সঙ্গে যোগ দেবেন এ নিয়ে গালতিয়ের বলেন, আমরা তাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি হবো। মঙ্গলবার (৩ জানুয়ারি) ফ্রান্সে ফিরবেন তিনি। তবে, ছুটিতে থাকায় ফিটনেস ফিরে পেতে লিওকে সময় দেয়া হবে। তাই শুক্রবার ফরাসি কাপে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ১১ জানুয়ারি অ্যাঞ্জার্সের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামবেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here