বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের পর্দা উঠবে আজ ( ৬ জানুয়ারি, শুক্রবার )। এবারের বিপিএল এর উদ্বোধনী তে নেই বিগত বিপিএলগুলোর মতো জাঁকজমকপূর্ণ আয়োজন,তবে প্রথম ম্যাচ শুরু হবার আগে দর্শকদের জন্য রয়েছে ছোট একটি আয়োজন।
ম্যাচ শুরুর আগে মাঠে হবে কনসার্ট, আর সেই কনসার্টে পারফর্ম করবে দেশের অন্যতম ব্যান্ডদল চিরকুট।আজ বিপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২:৩০ টায়, চট্রগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্টাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে বিপিএল এর এবারের আসর,মূলত এই ম্যাচ শুরুর আগেই হবে কনসার্ট টি।
দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সোয়া সাতটায়। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।