টেষ্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তথা তৃতীয় টেষ্টে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। এতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাচলো প্রোটিয়ারা, প্রথম দুই টেষ্ট জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল অস্ট্রেলিয়া। জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভালো অবস্থানে পৌঁছে গেছে ওয়ার্নাররা।
৬ উইকেটে ১৪৯ রানে রোববারের পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সিমন হার্মার ৬ ও মার্কো জানসেন ১০ রানে অপরাজিত ছিলেন। জানসেন (১১) আর এক রান যোগ করে ট্র্যাভিস হেডের কাছে উইকেট হারান।
প্রায় দেড় সেশনে ১০ উইকেট নেওয়ার কঠিন মিশন ছিল অজিদের সামনে। পারেনি ২টি উইকেটের বেশি নিতে।
যদিও ডিন এলগার (১০) দ্বিতীয় ইনিংসে হতাশ করেন। হেনরিখ ক্লাসেন ও সারেল আরউই ক্রিজ কামড়ে পড়ে থাকেন। হ্যাজেলউড ৩৫ রানে ফেরান ক্লাসেনকে। বাকি সময় আরউই ও টেম্বা বাভুমা অপরাজিত থেকে দিন শেষ করেন। ৪২ রান আসে আরউইর ব্যাটে, ১৭ রান করেন বাভুমা। ২ উইকেটে ১০৬ রান যোগ হয় প্রোটিয়াদের স্কোরবোর্ডে।
১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক দলের ব্যাটসম্যান উসমান খাজা। ২১৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় তার সতীর্থ ডেভিড ওয়ার্নার।