অবশেষে সকল গুঞ্জন ও ধারনাই সত্য হলো,গাড়ি দুর্ঘটনায় আঘাত পাওয়া চিকিৎসাধীন অবস্থায় থাকা দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পান্থের খেলা হচ্ছে না এবারের আইপিএল।
সংবাদমাধ্যমকে সেটা নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
মঙ্গলবার ব্রডকাস্টার স্পোর্টস টুডেতে সাবেক বিসিসিআই সভাপতি বলেন, ‘ঋষভ পন্তকে আইপিএলে পাওয়া যাবে না। এটি একটি দুর্দান্ত আইপিএল হবে (দলের জন্য)। আমরা ভাল করব। তবে ঋষভ পন্তের চোট দিল্লি ক্যাপিটালসকে প্রভাবিত করবে।
উইকেটরক্ষক এবং সাবলীল ব্যাটসম্যান হিসেবে পন্ত ভারতীয় টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। গত তিন বছরে ভারতের কিছু স্মরণীয় জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পন্তের ডান হাঁটুতে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়। কব্জি, গোড়ালি এবং পিঠেও চোটসহ মারাত্মক আঘাত পান দিল্লি অধিনায়ক।
এদিকে চার ম্যাচের টেস্ট খেলতে আসন্ন ফেব্রুয়ারি ও মার্চে অজিদের ভারত সফর। সে সিরিজে পন্তকে নিয়ে সন্দিহান ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।