Homeবিপিএলতারকা ক্রিকেটাররা আসবেনা বিপিএল এ,জানত বিসিবি!

তারকা ক্রিকেটাররা আসবেনা বিপিএল এ,জানত বিসিবি!

- Advertisement -spot_img

শনিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন তারকা ক্রিকেটারদের বিপিএলে না থাকা প্রসঙ্গে।

এসময় জালাল ইউনুস বলেন, দেখুন, বিপিএলের কতগুলো চ্যালেঞ্জ ছিল। এটা কিন্তু ৬-৭ মাস আগে থেকে বোর্ড থেকে বলা হচ্ছিল, এবার যে সময়ে আমাদের টুর্নামেন্ট হবে সেসময় কিন্তু আরও টুর্নামেন্ট হচ্ছে বাইরে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি হচ্ছে দুবাইতে। এখানে (আইএলটি-২০) দেখেন বেশিরভাগ, ৯০ শতাংশ ক্রিকেটার যারা নাকি আমাদের বিপিএলে খেলত তারা সেখানে খেলছে। তার মানে বড় একটা অংশ সেখানে খেলছে বলে আমরা খুব বেশি বিদেশি পাচ্ছি না।

তিনি বলেন, আমরা কিন্তু এটা আগে থেকেই জানতে পেরেছিলাম এখানে হয়তো ওই ধরনের খেলোয়াড় পাব না। এমনও হতে পারত আমরা বিপিএলটা নাও করতে পারতাম। কিন্তু আমরা এটা চালিয়ে যেতে চাচ্ছি, যেন কোনো গ্যাপ না থাকে। সেজন্য আমরা টুর্নামেন্ট করছি আমরা জানি এই সময় ক্রিকেটার পাব না, মানে আন্তর্জাতিক মানের। এটা একটা চ্যালেঞ্জ ছিল আপনাদের আগেই জানানো হয়েছিল। বাকি যেগুলো সমস্যা ছিল সেগুলোও কিন্তু এই কারণেই। এগুলো কিন্তু আমরা আগে থেকেই বলে আসছিলাম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here