গত ডিসেম্বরে বাড়ি ফেরার পথে নিজ গাড়িতে ঋষভ পান্থের সাথে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা,নিউজ১৮ এর প্রতিবেদন মতে যেধরণের ইনজুরির শিকার হয়েছেন পান্ট তাতে মাঠে ফেরার মত সুস্থ হতে লম্বা সময় লেগে যাবে তার।
আর তেমনটি হলে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ), ঘরের মাঠে ৫০ ওভারি বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্নাঙ্গ সাইকেল, আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ধেক, আইপিএল ২০২৪ ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের বাইরে থাকতে হবে রিশাব পান্টকে।
শারীরিক সুস্থতা না আসা অব্দি পান্ট মুম্বাইয়েই থাকবেন। এরপর তাকে ব্যাঙ্গালোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নেওয়া হবে লম্বা রিহ্যাবের জন্য।
২৫ বছর বয়সী পান্ট মুম্বাইয়ের কোকিলাবেন ধুরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে পান্ট ভর্তি ছিলেন দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে।
মারমুখী ব্যাটার হলেও রিশাব পান্ট সবচেয়ে সফল টেস্ট ক্রিকেটেই। ভারতীয় মিডল অর্ডারে অন্যতম ভরসা ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া চরিত্রে পরিণত হয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে ভুগতে হবে ভারতকে।
পান্টের হাটুর লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে, যেখানে ইতোমধ্যেই দুইটি সার্জারি করা হয়েছে। যেহেতু পান্ট একজন উইকেটরক্ষক তাই হাটু ঠিক হওয়া খুবই জরুরি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কেএস ভারতের সঙ্গে ইশান কিশানকে রাখা হয়েছে উইকেটরক্ষকের ভূমিকার।