আগামীকাল সাফ অ-২০ নারী দলের ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল।
এর আগে ফাইনালে ওঠার মিশনে, ভুটানকে ৫ গোল দেয় বাংলাদেশ। আর সেখানে হ্যাট্রিক করেন শামসুন্নাহার।
তবে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে শামসুন্নাহার জানান,বিপক্ষ দল তাকে বলেছে “পানি খাও,আর গোল দিও না”!
সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।
আর বয়সভিত্তিক ট্রফি জিতেছে আগেও।আরো একটি ট্রফির জন্য,কাল নেপালের জন্য মাঠে নামবে তারা।