গত মৌসুমটা একেবারেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। চির প্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হারায় লা লীগ টাইটেল, চ্যম্পিয়ন্সলীগের ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয় ৪-০ গোলে।
এবারের দলবদলেও বেশ চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ. বরুশিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে দলে ভিড়িয়েছে তারা। দলে এনেছে আর্দা গুলারের মতো উদীয়মান তারকা। তবে কোন কিছুতেই যেন হালে পানি পাচ্ছে না মাদ্রিদ জায়ান্টরা।
এবারের প্রাক-মৌসুমটা মাদ্রিদের জন্য ভালো কাটেনি একেবারেই। প্রথম ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে কষ্টার্জিত জয়টা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে হয়েছে ভরাডুবি।বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারার পর এবার য্যুভেন্তাসের কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। আমেরিকার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে য্যুভেন্তাসকে প্রথম মিনিটেই এগিয়ে দেন ময়সে কিন।২০ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ মৌসুমেই য্যুভেন্তাসে যোগ দেওয়া টিমোতি উইআথ। প্রথমার্ধের শেষ দিকে এক গোল পরিশোধ করে রিয়াল। ৩৮ তম মিনিটে দারুন চতুরতায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বিরতির পর গোল শোধ করার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। উল্টো ম্যাচের একদম শেষ দিকে এসে স্কোরলাইন ৩-১ করেন দুসান ভ্লাওভিচ।
এই ম্যাচের মধ্য দিয়ে এবারের প্রাক-মৌসুম শেষ করল রিয়াল।
আগামী ১২ ই আগস্ট অ্যাটলেটিক বিলবাওয়ের সাথে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে গ্যালাকটিকোরা।