বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান মিরপুরে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ও অবস্থিত মিরপুরেই।তবুও বাংলাদেশের ক্রিকেটের নানান ইস্যু সামনে আসলে চলে আসে ঢাকার গুলশানের একটি আবাসনের গাড়ির গ্যারেজে।মূলত গ্যারেজটি যে ভবনের,সেই ভবনের মালিক খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।দেশের ক্রিকেটের নানাবিধ সমস্যা সমাধানের ঘোষণা এই গ্যারেজ থেকেই দেওয়া হয়।
অনেক জটিলতার পর শুক্রবার চূড়ান্ত হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের নাম।বিসিবি সভাপতি তার বাসার সেই গ্যারেজে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছেন ওয়ানডের অধিনায়ক হিসেবে।এর আগে গত ৩রা আগস্ট বিসিবি সভাপতির বাসায় তার সাথে আলোচনা করে ওয়ানডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই ঘোষণাও আসে এই গ্যারেজ থেকেই।
ঘটনা শুধু এটকুই নয়।গত বছরের মে মাসে বিসিবি সভাপতির সাথে তার বাসায় বৈঠক করে এই গ্যারেজ থেকেই টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক।
দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এই গ্যারেজ তাই এখন অধিকতর জনপ্রিয় হয়ে উঠেছে।