সবশেষ ২০১৩ সালে বৈশ্বিক আসরের কোন শিরোপা ঘরে তুলেছিল ভারত।সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনীর নেতৃত্বাধীন ভারত।এরপর একে একে দশ বছর পার হয়ে গেলেও তাদের ঘরে আর কোন বৈশ্বিক আসরের শিরোপা উঠেনি।
উন্নত ঘরোয়া ক্রিকেট ও শক্তপোক্ত লাইনআপ থাকা সত্ত্বেও বিশ্বকাপের মতো আসরে কোন না কোনভাবে হোটচ খাচ্ছে ভারত।আইপিএলের মতো আসরে ভারতীয় উদীয়মান খেলোয়াড়েরা পারফর্ম করলেও জাতীয় দলে এসে তারা খাবি খাচ্ছে।
আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর।সাবেক ক্রিকেট বোদ্ধাদের ধারণা ঘরের মাঠে এই আসর দিয়েই ট্রফি খরা কাটাবে কোহলি-রোহিতরা।
বড় মঞ্চে ভারতের ব্যর্থতার একটা কারণ তুলে ধরেছেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার রশিদ লতিফ।তিনি মনে করেন ভারতীয় দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা বারবার বড় মঞ্চে ব্যর্থ হচ্ছে।রশিদ লতিফের মতে,বিরাট কোহলির একটা লক্ষ্য ছিল,সে জিততে চেয়েছিল কিন্তু তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল।অভ্যন্তরীণ সমস্যার কারণে দলটি পারফর্ম করতে পারেনি।পরবর্তী অধিনায়কনতার মনমতো খেলোয়াড় পায়নি বা পেলেও তাদেরকে ব্যবহার করতে পারেনি।
ভারতীয় দলের বর্তমান সমস্যা সম্পর্কে রশিদ লতিফ বলেন, তাদের টপ অর্ডারের ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছে।তারা দ্রুত আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটাররা খেই হারিয়ে ফেলছে।প্রথম দুই তিনজন ব্যাটার ২৫-৩০ ওভার পর্যন্ত খেলতে পারলে তারা সহজে জিতবে।এছাড়াও ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের উদাহরণ দিয়ে তিনি বলেন,তাদের যথেষ্ট খেলোয়াড় ছিল কিন্তু তাদেরকে যেখানে সেখানে ছুঁড়ে ফেলা হয়েছে।
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ভারত।এরপর দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেলেও দুইবারই সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।